ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের হুবেই প্রদেশে বাড়ছে পর্যটকের সমাগম

মহামারি করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়া চীনের হুবেই প্রদেশ। সেখানে জাতীয় ছুটির দিনগুলোয় বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হতে দেখা গেছে। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের মতে, ১ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় দিবসের ছুটিতে মঙ্গলবার পর্যন্ত প্রদেশটির ৩০টি মূল পর্যটন কেন্দ্রে ১ দশমিক ৭৭ মিলিয়নেরও বেশি পর্যটকের সমাগম ঘটেছিল।

প্রদেশের সংস্কৃতি ও পর্যটন বিভাগের তথ্যানুযায়ী, ব্যাপক আকারে পর্যটক সমাগমের কারণে মঙ্গলবার আয়ের পরিমাণ ২৫ দশমিক ৭ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। ইয়োলো ক্রেন টাওয়ারের মতো প্রদেশের কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পর্যটকরা ধারণক্ষমতার সর্বাধিক সীমায় পৌঁছে যায়।

প্রদেশটিতে পর্যটন আকর্ষণে প্রচার অনুষ্ঠানের পর হুবেইয়ের ৩৮০টিরও বেশি পর্যটনকেন্দ্রে ৮ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ মিলিয়নেরও বেশি পর্যটক পেয়েছে এবং এর ফলে আয়ের পরিমাণ ২ দশমিক শূন্য ৯ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।

চীন সাধারণত ১ অক্টোবর জাতীয় দিবস উদযাপন করে। তবে এবার ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎসবের সঙ্গে মিলিত হওয়ায় ছুটি ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন