ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় স্পেন-পর্তুগাল

আগামী ২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে স্পেন ও পর্তুগাল। লিসবনে গতকাল রাতে স্পেন-পর্তুগালের গোলশূন্য ড্র প্রীতি ম্যাচের আগে ইউরোপের দেশ দুটির ফুটবল ফেডারেশন এ ব্যপারে একটি চুক্তি স্বাক্ষর করে।

ফুটবল বিশ্বকাপের শতবর্ষী আসর হবে ২০৩০ সালে। আর এর আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে। তবে নিয়মানুযায়ী ২০২২ সালে স্বাগতিক দেশ নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিবে ফিফা।

১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরের আয়োজক ছিল উরুগুয়ে। সেবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল দেশটি। এদিকে, ২০৩০ বিশ্বকাপ এই দুই দেশের সঙ্গে যৌথভাবে আয়োজন করার আগ্রহী প্যারাগুয়ে ও চিলিও।

বিশ্বকাপের আগামী আসর বসবে কাতারে, ২০২২ সালে এবং ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন