ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতীকের নতুন ফোক গান ‘সুখের সাম্পান’

সম্প্রতি ‘সুখের সাম্পান’ শিরোনামে প্রথমবারের মতো জিয়াউদ্দিন আলমের সুরে গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান। গানটি ফিউশন স্যাড ঘরানার। গানটি লিখেছেন তরুণ সংগীতশিল্পী শাহরিয়ার বাঁধন। সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। ইতোমধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। 

প্রতীক হাসান বলেন, ‘গানটির কথা ও সুর এককথায় অসাধারণ। জিয়াউদ্দিন আলমের সুরে এটা আমার প্রথম গান। এর আগে তাঁর কথায় অনেক গান গাওয়া হয়েছে আমার। কিন্তু সুরে এই প্রথম গান করেছি। ভালো লেগেছে কাজটি করে। সামনে আরো কিছু গানের পরিকল্পনা রয়েছে।’

গানটি প্রসঙ্গে সুরকার জিয়াউদ্দিন আলম বলেন, ‘গানটি সুর করার সময় ভেবেছিলাম প্রতীক হাসানকে দিয়ে গাওয়াবো। আর সে চিন্তা থেকেই এ ধরনের সুর করার চেষ্টা করেছিলাম। সর্বোপরি গানটি নিয়ে আমি খুব আশাবাদী। কথা ও সুর এবং প্রতীক হাসানের গায়কি; সব মিলিয়ে চমৎকার একটি গান হবে বলে আশা করছি।’

জানা গেছে, গানটি শিগগিরই এজেএস ক্রিয়েটিভ মিডিয়ার ব্যানার থেকে মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন