উদীয়মান বাজারগুলোয় পোশাক রফতানির অগ্রগতি হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক। করোনাভাইরাসের প্রভাব থেকে তৈরি পোশাক খাতের উত্তরণ এবং ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্র ও জার্মানি বা ইউরোপই ভরসা কিনা এ প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ড. রুবানা হক বলেন, যেহেতু গুটিকয়েক পণ্য ও বাজারে অতিরিক্ত কেন্দ্রীভূত একটি শিল্প বা অর্থনীতির জন্য স্বাস্থ্যকর না, তাই আমি মনে করি বাজারে বৈচিত্র্য আনা এখন খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে একটি মৌলিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কভিড-১৯ ও বৈশ্বিক মন্দা আমাদের এ বাস্তবতা বারবার মনে করিয়ে দিচ্ছে। অপ্রচলিত বাজারে আমাদের রফতানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ফলে এ মহামারীতে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারই প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের উৎস।
তিনি বলেন, এশিয়া, দক্ষিণ আমেরিকা, রাশিয়াসহ বিশ্বের অন্যান্য অংশ, যারা কভিড-১৯-এ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অঞ্চলগুলোর খুচরা বিক্রি (রিটেইল) ও পণ্য সংগ্রহ প্রক্রিয়া (সোর্সিং) বিঘ্নিত হয়েছে। ফলে উদীয়মান বাজারগুলোয় আমাদের অগ্রগতি হুমকির মুখে পড়েছে। এজন্য বাজারগুলোয় আমাদের পদচারণা পুনরুদ্ধারে প্রয়োজন বিশেষ নীতিসহায়তা।
আনন্দবাজার/ডব্লিউ এস