ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চিনিকল শ্রমিক ও আখ চাষিদের বিক্ষোভ

চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটি, আখ চাষি ও শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ এবং আখের মূল্য বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে গতকাল নাটোর, গাইবান্ধা, ফরিদপুর ও নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জাতীয় শ্রমিক ফেডারেশন ও নাটোর চিনিকল আখ চাষি সমিতি। সকালে বিক্ষোভ শেষ করে তাঁরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

এছাড়া দেশের আটটি চিনিকল বন্ধ করে দেওয়া বা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাত বছর আগে অবসরে গেলেও মিলের তিন শতাধিক শ্রমিক ও কর্মচারীর গ্র্যাচুইটি, ২০১৫ সালে মজুরি কমিশনের বকেয়া ও প্রভিডেন্ট ফান্ডের টাকা আজ পর্যন্ত তাঁরা পাননি। একাধিকবার চিনিকল কর্তৃপক্ষের কাছে আবেদন করেও প্রতিকার মেলেনি।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন