ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর বেশকিছু এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রাজধানীর বেশকিছু এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কারণ গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনে মিটার বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজ (টাই-ইন) চলমান রয়েছে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনকল্পে মিটার বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইন এর জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিকাটা ফলপট্টি থেকে ইসিবি চত্বর পর্যন্ত, মাটিকাটা বাজার এলাকা, পশ্চিম মাটিকাটা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন