বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর এলাকায় পানি নিস্কাশনের সু-ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে ভরে উঠেছে গোডাউন চত্বর। যদি আর একটু বৃষ্টি হয় তাহলে ধান-চাল ভিজে ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে বলে জানালেন উপজেলা খাদ্যনিয়ত্নক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এ ঘটনায় গোডাউন থেকে মালামাল ওঠানামায় সৃষ্টি শ্রমিকদের পোহাতে হচ্ছে অনেক জটিলতা, ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার দ্রুত ঘটনাস্হল পরিদর্শন করেন এবং বিকল্প ভাবে হলেও পানি অপসারণে ব্যবস্থা গ্রহণে পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল ও কাউন্সিলর মাহবুর রহমান হান্নার সাথে কথা বলেন।
এ সময় উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্হাপনা কর্মকর্তা মোঃ কাওছার আলী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গন উপস্হিত ছিলেন।
আনন্দবাজার/শাহী/কামারুজ্জামান