ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ফের বিস্ফোরণ, আহত ৭

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা মাঠের পাশে গ্যাস লাইন বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বুধবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে আরমানিটোলা মাঠ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটেছে বলে বংশাল থানার ওসি শাহিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদফতরের অপারেটর আনিস জানান, আরমানিটোলার রাস্তায় ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট পাঠানো হয়েছে। এখন সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন