বাংলাদেশের বড় দুটি পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ দিন কমেছে লেনদেন কিন্তু অন্যদিকে বেড়েছে সূচক। বুধবার (৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৩৪ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ এ বাজারে ৮৮৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার ৬৭ কোটি ৭২ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১০৬টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১১ দশমিক ৯৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৭৭ দশমিক ৬৭ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৭ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১১৩ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২০ শতাংশ বেশি।
সিএসইতে ২৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৬ কোটি ২ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
আনন্দবাজার/ইউএসএস