টাঙ্গাইলে চলতি বছর কয়েকদফা বন্যায় ব্যাপক ক্ষতির কবলে পড়েছে সাধারণ মানুষ। তবে বর্তমানে টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু উন্নতি হলেও এখনও কমেনি সাধারণ মানুষের ভোগান্তি।
এখনও জেলায় পানি ঢুকতে থাকায় নানা এলাকার ঘরবাড়ি, ব্রিজ কালভার্ট, রাস্তা ও ফসলি জমি তলিয়ে যাচ্ছে। বন্যায় ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ পানিবন্দি সব মানুষের। তবে উপজেলা প্রশাসন, খুব দ্রুত পানিবন্দি মানুষের ত্রাণ সহায়তাসহ যোগাযোগ ব্যবস্থা সচল করার আশ্বাস দিয়েছে।
জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এলাকায় বন্যার পানি ঢোকার কারণে স্রোতে রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। এমনকি যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভেসে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার সব ফসল এবং বীজতলা।
এদিকে নতুন বন্যার পানিতে বাসাইল নাটিয়াপাড়া, বাসাইল কাঞ্চনপুর সড়কের আদাজন এলাকার কালভার্ট ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এ অবস্থায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচলসহ ত্রাণ সহায়তার দাবি বন্যার কবলে পড়া অসহায় মানুষদের।
তবে খুব দ্রুত সকল ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। নতুন করে বন্যায় জেলার তিনটি উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
আনন্দবাজার/এইচ এস কে