ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের বিরুদ্ধে আর চুপ থাকতে পারি না: মুশফিক

বেশ কয়েকটি নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনায় সম্প্রতি সারাদেশে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। দেশে প্রতিদিনই বাড়ছে এমন ঘটনা। সর্বশেষ নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর পুরো দেশে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। যাতে শামিল হচ্ছেন নানা মহলের লোকজন।

অপরদিকে একের পর এক ধর্ষনের ঘটনায় ক্ষুব্ধ সবাই। ধর্ষক আইন আরও কঠোর ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেও প্রতিবাদ করছেন অনেকে। ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। নিজের ফেসবুকে পেজে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে ধর্ষনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানান তিনি।

এবার একইভাবে প্রতিবাদ জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও। নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেন, ‘আমরা ধর্ষণের বিরুদ্ধে আর চুপ থাকতে পারি না। ধর্ষণ অথবা যেকোনো রকমের যৌন হয়রানি আর মেনে নেয়া যাবে না। সমাজে এসবের কোনো স্থান নেই। জেগে উঠো বাংলাদেশ, ধর্ষণকে না বলো। না মানে না।’

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন