শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সশরীরেই দ্বিতীয় বিতর্কে উপস্থিত থাকবেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের পরবর্তী বিতর্কে সশরীরে উপস্থিত থাকবেন করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা আক্রান্ত ট্রাম্প সুস্থ না হলেও গতকাল মঙ্গলবার তার প্রচার শিবির এ কথা জানিয়েছে।

দ্য হিল অনলাইনকে দেয়া এক বিবৃতিতে ট্রাম্পের প্রচার শিবিরের কমিউনিকেশনস ডিরেক্টর টিম মুর্তোফ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সশরীরে দ্বিতীয় বিতর্কে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।

আগামী ১৫ অক্টোবর মিয়ামিতে যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে গত শুক্রবার ট্রাম্প করোনাভাইরাসে পজিটিভ হওয়ার পর বিতর্ক ও তার নির্বাচনী প্রচার নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

তবে এ ব্যাপারে ট্রাম্প টুইট করেছেন বলেছেন, ১৫ অক্টোবর সন্ধ্যায় মিয়ামিতে অনুষ্ঠেয় বিতর্কের দিকে তাকিয়ে আছেন তিনি। বিতর্কটি দুর্দান্ত হবে বলেও আশা তার।

তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জানিয়েছেন, মেডিকেল বিশেষজ্ঞরা অনুমোদন দিলে তিনি দ্বিতীয় বিতর্কে উপস্থিত থাকবেন।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  তালেবানের শান্তি আলোচনায় অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন