ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিসর : মুসলিম ব্রাদারহুড নেতাসহ ১৫ জনের ফাঁসি কার্যকর

মিসরের মুসলিম ব্রাদারহুড নেতাসহ মোট ১৫ জন রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকর করেছে দেশটির সরকার। আজ মঙ্গলবার একটি মানবাধিকার সংগঠন ও বন্দিদের পরিবার সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে বিষয়টি নিশ্চিত করেছে

দেশটিতে মৃত্যুদণ্ড সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণকারী সংগঠন উই সূত্রে জানা গেছে, ফাঁসি কার্যকর হওয়া এসব ব্যক্তি ২০১৪ সালে থেকে কারাগারে বন্দি ছিলেন। তিনটি মামলার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়ছিল। তবে মামলাগুলোকে ‘রাজনৈতিক’ বলে বর্ণনা করেছে উই।

সংগঠনটির একজন মুখপাত্র বলেন, এই মৃত্যুদণ্ডের রায় ‘অবৈধ’। আটককৃতদের বেশির ভাগই দোষী সাব্যস্ত হওয়ার আগে জোরপূর্বক অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

এর আগে ২০১৩ সালে ব্রাদারহুড সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে সামরিক ক্যুর বিরুদ্ধে বিক্ষোভ করার অভিযোগে আলেকজান্দ্রিয়া শহর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন