ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় ফল আমদানি বন্ধ

গত দুদিন ধরে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় ফল আমদানি বন্ধ রেখেছেন বাংলাদেশের ফল ব্যবসায়ীরা। ওই সময় বন্দরটি দিয়ে ফলজাতীয় কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

ব্যবসায়ীদের অভিযোগ, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ নতুন নিয়ম জারি এবং বিদ্যমান বিভিন্ন অনিয়মের কারণে ভারত থেকে আপেল, কমলা, বেদানাসহ বিভিন্ন কাঁচা ফল আমদানি বন্ধ করে দিয়েছেন তারা।

সম্প্রতি ভারত থেকে আমদানি করা ফলের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ফলের সঙ্গে আসা কার্টনেরও শুল্ক দিতে বলছে তারা। এ নিয়মে কাঁচা ফল আমদানিতে লোকসান হবে। এতে ফল ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান সংশ্লিষ্টরা।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, প্রতিদিন ভারত থেকে ২০-২৫ ট্রাক আপেল, আঙ্গুর, বেদানা, কমলা, টমেটোসহ বিভিন্ন ফল আমদানি হয়ে থাকে। তবে ব্যবসায়ীদের অভ্যন্তরীণ ঝামেলায় গত দুদিন কোনো ফলের ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

ব্যবসায়ীদের পক্ষ থেকে শুল্ক আরোপের অভিযোগ অস্বীকার করছে কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার নিয়ামুল ইসলাম জানান, কাস্টমস কোনো নতুন নির্দেশনা জারি করেনি। কিছু ব্যবসায়ী অতিরিক্ত সুবিধা না পেয়ে এ পথে আমদানি করছেন না। নিয়ম মেনে আমদানি করলে পণ্য খালাসে কোনো বাধা নেই বলেও জানান তিনি।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন