বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতনের ঘটনা সহ সারা দেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণের প্রতিবাদ স্বরুপ কালো মিছিল সহকারে প্রধানমন্ত্রীকে স্মারকরিপি দিতে গেলে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে পুলিশ হামলা করেছে। এতে জোটের ৭ জন নেতা কর্মী আহত হয় বলে অভিযোগ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদের।
এর আগে বেলা সাড়ে এগারোটায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে “ধর্ষকের বিরোদ্ধে বাংলাদেশ” ব্যানারে ধর্ষণবিরোধী গণজমায়েতে জড়ো হতে থাকে জোটের নেতাকর্মীরা ।
পরে কালো পতাকা মিছিল নিয়ে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রার সময় পরিবাগ মোড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধার সম্মুখীন হন তারা। এসময় পুলিশের সাথে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিকালে সাতজন নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদের।
তার ভাষ্যমতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আসমানি আশা, লালবাগ থানা শাখার দপ্তর সম্পাদক মাহমুদা দিপা, মোহাম্মদপুর থানার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন শুভসহ সাতজন আহত হন ।
আহত আসমানি আশা ও মাহমুদা দিপাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ।
এদিকে পুলিশি বাঁধার প্রতিবাদে আজ সন্ধ্যায় মশাল মিছিল সহ৷ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কুশ পুতুল দাহ করবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটির সভাপতি মেহেদি হাসান নোবেল।
আনন্দবাজার/এম.কে