নাগোরনো-কারাবাখ নিয়ে যেকোনো শান্তি প্রক্রিয়ায় তুরস্ককে যুক্ত করতে হবে বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। গতকাল সোমবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি।
আজারবাইজান প্রেসিডেন্ট বলেন, শান্তি প্রক্রিয়া অবশ্যই শুরু করতে হবে। চিরদিনের জন্য যুদ্ধ চলতে পারে না। সেক্ষেত্রে শান্তি আলোচনা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো কিন্তু সে আলোচনায় তুরস্ককে রাখতেই হবে।
তিনি আরও বলেন, তুরস্ক হচ্ছে আঞ্চলিক একটি বড় উদীয়মান শক্তি এবং দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ। আঙ্কারার অবস্থান অন্যদের প্রতি সতর্কবার্তা বলেও মন্তব্য করেছেন তিনি।
আলিয়েভ জানান, তার দেশের সেনারা কারাবাখের বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতি শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে বাকুকে এই নিশ্চয়তা দেয়া হবে যে, নাগার্নো-কারাবাখ অঞ্চল থেকে ইয়েরেভান সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে নেবে।
তিনি বলেন, আমরা অন্য কোনো দেশের ভূমির প্রতি নজর দেই নি কিন্তু আমাদের ভূখণ্ড আমাদের হাতেই থাকতে হবে।
আনন্দবাজার/টি এস পি