নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী ধর্ষণ ও নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন করা হয়েছে।
এসময় দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করুন’ শীর্ষক নোবিপ্রবি থিয়েটারের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
নোবিপ্রবি থিয়েটার সভাপতি হাসিব আল আমিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, নোবিপ্রবি থিয়েটারের উপদেষ্টা ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং নোবিপ্রবি থিয়েটারের সদস্যরা।
আনন্দবাজার/শাহী/সুমন