ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াসার পানির দাম বৃদ্ধি নিয়ে হাইকোর্টে রিট

ওয়াসার পানির দাম বৃদ্ধি কেন অবৈধ নয় সম্প্রতি জানতে চেয়ে রিট করেছে হাইকোর্ট। সেই সাথে আগামী চার সপ্তাহের মধ্যে ওয়াসার এমডিসহ সংশ্লিষ্ট ছয়জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, আজ সোমবার (৫ অক্টোবর) এক রিটের শুনানি শেষে বিচারপতি এবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট জারি করেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যে ২৫%  পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় ওয়াসা। যা চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

ওয়াসা আইনের ২২-২ ধারায় বলা হয়েছে, ওয়াসা কর্তৃপক্ষ প্রতিবছর ৫ শতাংশ হারে ওয়াসার পানির মূল্য বৃদ্ধি করতে পারবে, কিন্তু একই আইনের ২২ এর তিন ধারায় বলা হয়েছে সরকারের অনুমোদন সাপেক্ষে ৫ পার্সেন্ট বেশি মূল্য নির্ধারণ করা যাবে। তবে কত শতাংশ মূল্য বৃদ্ধি করা যাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন