ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমতলী-তালতলী সড়ক যেন মরন ফাঁদ

বরগুনার আমতলী-তালতলী যাওয়া আসার একমাত্র মূল সড়কটি বর্তমানে যেন মরণ ফাদে পরিণত হয়েছে। সড়কের কিছু কিছু স্থানে রয়েছে বড় বড় গর্ত। অনেক দিন ধরে রাস্তাটি সংস্কার করা হয় নি। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা ।

বড় বড় গর্তের কারণে সব সময় আটকে থাকে নানা যাত্রীবাহী ও মালবাহী যানবাহনরা এছাড়াও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। অথচ সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা ব্রীজ পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের ইট-পাথরের সুরকি বের হয়ে মাটি উঠে গেছে। বড় বড় গর্তে গাড়ীর চাকা আটকে যাচ্ছে। এমনকি কাঁদা মাটিতে মিশে সড়কটি একাকার হয়ে গেছে। বরিশাল-তালতলী ও ঢাকা-তালতলী গামী বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

তাই কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা দ্রুত সড়কটি সংস্কারের জন্য।

আলফা ড্রাইভার হায়দার জানান, আমরা প্রতিনিয়ত তালতলী-আমতলী রুটে আলফা চালাই। এ রুটে কমপক্ষে ৬০টি আলফা চলে।সড়কের অবস্থা খারাপ হওয়ায় আমাদের তারিকাটা ঘুড়ে কলাপাড়া-আমতলী মহাসড়ক দিয়ে যেতে হয়। এতে যেমন সময় বেশী লাগে, তেমনি যাত্রীদেরও অনেক কষ্ট হয়। তাই সবার সুবিধার্থে সড়কটি সংস্কার করা খুবই প্রয়োজন।

আড়পাঙ্গাশিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.হারুন মিয়া জানান, এটা সড়ক নয় যেন একটা মরণ খাল। এর থেকে কাচাঁ রাস্তাও অনেক ভালো। বাজারের অবস্থা বর্তমানে খুবই খারাপে পরিণত হয়েছে। সাধারণ মানুষ চলাচলের সময় যে কোন গাড়ী উল্টে কারো হাত, কারো পা ভাঙ্গে। কেউ কেউ বিভিন্ন ভাবে জখম হয়। আমরা অতি দ্রুত সড়ক মেরামতের দাবি জানাই।

এই ব্যাপারে আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম জানান, আমি নতুন আমতলীতে যোগদান করেছি। ইতোপূর্বে সড়কটি সম্পর্কে আমি অবগত হয়েছি। সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার/এইচ এস কে/ এম আর এন

সংবাদটি শেয়ার করুন