ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনে চলছে লেনদেন

সূচকের পতনে চলছে আজ সোমবারের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর লেনদেন। উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

এদিন লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে বড় উত্থান প্রবণতা দেখা দেয় মূল্য সূচকে। এর কিছুক্ষণ পরেই বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে নিম্নমুখী হতে থাকে সূচক। সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট কমে যায়। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমেছে এবং ডিএসই শরিয়াহ্ কমেছে ৩ পয়েন্ট।

এ সময় পর্যন্ত লেনদেনে অংশ নেয়া ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৫৭টির এবং ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৩৩ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৮ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯ কোটি ৬৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১৫৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির। কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার ও ইউনিটের দর।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন