ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৮০০ একর ভূমিতে স্থাপিত হবে ময়মনসিংহ বিভাগীয় শহর

ময়মনসিংহকে ২০১৫ সালের অক্টোবর মাসে নতুন বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সম্প্রতি ময়মনসিংহকে বিভাগীয় শহর প্রতিষ্ঠা করার জন্য আট শ একর ভূমি অধিগ্রহণের জন্য ইতোমধ্যে অনুমোদন দিয়েছে জেলা প্রশাসক।

জানা গেছে, গতকাল রবিবার জেলা প্রশাসনের ফেসবুক পেজে  এ সকল তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র হতে জানা, ২০১৫ সালের অক্টোবর মাসে ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর নতুন বিভাগীয় শহর গড়ে তুলতে ব্রহ্মপুত্র নদীর ওপারে চরাঞ্চলের স্থান নির্বাচন করা হয়। প্রায় সোয়া চার হাজার একর জমিতে সেই বিভাগীয় শহর গড়ে তোলার জন্য প্রস্তাব করা হয়। কিন্তু চরাঞ্চলের হাজারো স্থানীয় বাসিন্দা এতে ব্যাপক বাধা দেয়।

স্থানীয়রা বলেন, এত বিপুল পরিমাণে জমি অধিগ্রহণ করা হলে তাদের জমি এবং বসতভিটা হাতছাড়া হয়ে যাবে। অনেকেই ক্ষতির সম্মুখে পড়বে। চরাঞ্চলের বাসিন্দাদের আন্দোলনের মুখে একপর্যায়ে ভূমি অধিগ্রহণ থেকে সরে আসে জেলা প্রশাসন।

এরপর বিভিন্ন হিসাব-নিকাশ করে ৮০০ একর ভূমি প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এতে করে নতুন বিভাগীয় শহর স্থাপনে জটিলতা কেটে গেছে।

এই ব্যাপারে ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, খুব দ্রুতই জমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন