ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবদল নেতা আজাদের উপর হামলায় মেহেন্দীগঞ্জ যুবদলের তীব্র নিন্দা

মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আজাদ এর উপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা যুবদল নেতৃবৃন্দ।

উপজেলা যুবদলের এক প্রেস বার্তায় এই নিন্দা জানানো হয়। এতে বলা হয় উলানিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক এর উপর অতর্কিত এই হামলা উদ্দেশ্যপ্রনিদিত। এতে কারো এজেন্ডা বাস্তবায়নে এমন ন্যাক্কারজনক হামলা চালানো হয়। তারা এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে হামলাকারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের নীতিনির্ধারকের প্রতি দাবী জানান। দলের এমন ক্লান্তিলগ্নে যারা বিতর্কিত এবং সরকার দলের সাথে আতাত করে বিএনপিকে দূর্বল করতে চায় তারাই এই হামলা ঘটিয়েছে বলে নেতৃবৃন্দের ধারনা।

ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক প্রিন্স মাহামুদ, যুগ্ম-আহবায়ক বাবুল পালোয়ান, যুগ্ম-আহবায়ক মাকসুদুর রহমান মুকুল, যুগ্ম-আহবায়ক মুরাদ হোসেন সৌরভ, যুগ্ম-আহবায়ক মনির হাওলাদার, যুগ্ম-আহবায়ক আমজাদ পোদ্দার, যুগ্ম-আহবায়ক রিয়াজ উদ্দিন খোকা, যুগ্ম-আহবায়ক ইমরান শাহ্, যুগ্ম-আহবায়ক জাফরুল হাসান পলাশ, যুগ্ম-আহবায়ক হুমায়ন কবির, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম ও যুবনেতা মুরাদ হোসেন।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর বুধবার একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিয়ে বরিশাল থেকে লঞ্চযোগে মেহেন্দিগঞ্জে আসার পথে পথিমধ্যে উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন অতর্কিত ভাবে মারধর করে আহত করেণ উলানিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আজাদকে। এই হামলার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন