ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় এখন নিরাপদ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘গত মার্চে কভিড যখন দেশে প্রথম চলে আসে, তখন নানা মানুষ নানারকম জল্পনা-কল্পনা করতে থাকে। তখন বলা হতো, বাংলাদেশে মানুষের লাশ রাস্তায় পড়ে থাকবে। করোনায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। অথচ কভিডে আক্রান্ত বিবেচনায় মৃত্যু হার বাংলাদেশে সবচেয়ে কম। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে করোনায় এখন নিরাপদ বাংলাদেশ।’

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর শিশু হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে দেশব্যাপী ১ লাখ ২০ হাজার ক্যাম্পে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ‌্যমন্ত্রী।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন