রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে নগরীর উত্তরা জসিম উদ্দিন রোডে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে উত্তর সিটি করপোরেশন।
রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ অভিযান শুরু হয়। বিভিন্ন স্থানে পাঁচজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখায় সেগুলো জব্দ করে উন্মুক্ত নিলামে তোলা হয়। বিক্রি করা হয় ২ লাখ ৮১ হাজার ৭৫০ টাকায় ।
এ অভিযান পরিদর্শনে আসেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিটি করপোরেশনের নিয়মনীতি মেনে সাইনবোর্ড টানাতে হবে।
আনন্দবাজার/ইউএসএস