ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বরাদ্ধ

খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বরাদ্ধ করা হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুকে নৌকা ও বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল মজিদকে ধানের শীষ প্রতীক বরাদ্ধ দেয়া হয়।

প্রতীক বরাদ্ধ করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এম মাজহারুল ইসলাম।

উপস্থিত ছিলেন, ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার( ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি এজাজ শফী, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ। আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু, বিএনপি প্রার্থী ডাঃ আব্দুল মজিদ ও দলীয়, নেতা কর্মীরা।

আনন্দবাজার/শাহী/ইমদাদ

সংবাদটি শেয়ার করুন