ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারে গরু বিতরণ

গাজীপুর সদর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নে সরকারের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪২টি পরিবারের মাঝে ক্রসব্রীড বকনা গরু বিতরণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্তরে গরু বিতরণ করা হয়।

ক্রসব্রীড বকনা গরু, খাদ্য ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. রীনা পারভীন। সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী ও প্রকল্পের পরিচালক ড. অসীম কুমার দাস। বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগী সুখী রাণী ও আলেক চাঁন।

এসময় সমতল ভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ৪২ সুফলভোগীর মাঝে বকনা গরু, খাদ্য ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়।

গাজীপুর সদর উপজেলার সীটপাড়া এলাকার সুফলভোগী সুখী রাণী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ‘গরু’ উপহার দিয়েছে, অনেক খুশী হয়েছি।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. অসীম কুমার দাস এ প্রতিবেদককে জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন মানোন্নয়নে প্রধানমন্ত্রীর পদক্ষেপে আজকের এই গরু উপহার। গাজীপুর জেলার ৫টি উপজেলায় ২৮২০টি নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে পর্যায়ক্রমে প্রাণিসম্পদ জাত উপকরণ, গৃহ নির্মাণ উপকরণ ও ৯০ দিনের খাদ্য সহায়তা ও এক বছরের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া এসকল প্রাণিসম্পদ লালন-পালন ও তদারকি করতে পাঁচ জন ফিল্ড ফ্যাসিলেটর নিয়োগ দেয়া এবং প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন