ঢাকা | শনিবার
১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আগামী ১০ নভেম্বর জর্ডানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রী ওমর আল রাজ্জাজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও রাজ্জাজকে পরবর্তী সংসদ নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন। 

এর আগে জর্ডানের রাজতান্ত্রিক সরকার গত সোমবার চার বছর মেয়াদী সংসদকে ভেঙে দেয়। দেশটির সংবিধানের নিয়ম অনুসারে চার বছর মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আল ঘাদকে রাজার আবদুল্লাহ বলেন, আমি তার পদত্যাগপত্র গ্রহন করেছি। তবে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন