ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাজে অবস্থানের দিকে যাচ্ছে এভিয়েশন খাত

করোনার ধাক্কা সামলে উঠতে পারছে না এভিয়েশন খাত (বিমান পরিবহন খাত)। করোনার সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কারণে দিন দিন আরও বাজে অবস্থানের দিকে যাচ্ছে খাতটি। শনিবার (৩ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন ব্রিটিশ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের প্রধান পরিচালন কর্মকর্তা মাইকেল স্কোয়েলহর্ন।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে মানুষকে ভ্রমণ এড়াতে বলা হচ্ছে। এজন্য বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এ কারণে, বিভিন্ন বিমান পরিবহন সংস্থা নতুন বিমানের ক্রয়াদেশ দিতে ও ডেলিভারি (সরবরাহ) নিতে সময় নিচ্ছে।

সংকটকালীন ব্যয় সংকোচন নীতিতে এয়ারবাস তাদের ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে। তবে, এই ছাঁটাইয়ের সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন স্কোয়েলহর্ন।

সংক্রমণের ১০ মাস চললেও শঙ্কা পিছু ছাড়ছে না উল্লেখ করে তিনি বলেন, এখনও নিশ্চিত সম্ভাবনাকে সামনে রেখে কোন পরিকল্পনা করা যাচ্ছে না। ভাবছিলাম আমরা ভালোর পথে যাচ্ছি, কিন্তু না তা হচ্ছে না। গ্রীষ্মের চেয়ে শরতের প্রথমভাগ আরও বাজে অবস্থায় নিয়ে গেছে এভিয়েশন খাতকে।

সেপ্টেম্বরে কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে এয়ারবাসের এই কর্মকর্তা জানিয়েছিলেন, এটা দুঃখজনক যে করোনা পরিস্থিতিতে খুব সহসা ঘুরে দাঁড়াতে না পারলে এয়ারবাসের কিছু সংখ্যক কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে যেতে হতে পারে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন