ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাফাখুম ঝর্ণায় গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

সম্প্রতি বান্দরবানের থান‌চি‌র নাফাখুম ঝর্ণায় গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই পর্যটকের নাম কাজী জাকারুল ইসলাম কানন (৩৫)। তিনি ঢাকার উত্তরার ক্যান্টনমেন্ট এলাকার কাজী জহিরুল ইসলামের ছেলে।

জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সকালে জেলার থানচি উপজেলার দুর্গম ‌রেমাক্রীর নাফাখুম ঝর্ণায় গোসল করে নেমে প্রবল স্রোতে এ পর্যটক পানিতে ভেসে যায়। উদ্ধারে ওই এলাকায় বিজিবি ও স্থানীরা অভিযান চালা‌চ্ছে।

নিখোঁজ কানন ১৩ জনের একটি গ্রুপের বন্ধুদের সাথে বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝর্নায় বেড়াতে গিয়েছিলেন। গত শুক্রবার (২ অক্টোবর) ঢাকা থেকে পর্যটকদের এই দলটি বান্দরবানে বেড়াতে আসে। এখন পর্যন্ত ওই পর্যটকের কোনরকম সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত দুদিন থেকে সাঙ্গু নদীর অববাহিকায় প্রবল বৃষ্টির কারণে নাফাখুম সহ বান্দরবানের পাহাড়ি ঝর্ণাগুলো উত্তাল রয়েছে। পহাড়ি ঢলে ঝর্ণাগুলো আরও ভয়াবহ রূপ ধারণ করেছে।

এ ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, জাকারুল ইসলাম কানন গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। ঢাকা থেকে আসা ওই পর্যটক নিখোঁজ হওয়ার পরপরই সেখানে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন