সর্বশেষ ২০১৭ সালে তুরস্কের তুলা উৎপাদন খাতে প্রবৃদ্ধি হয়েছিল। তারপর থেকে পণ্যটির উৎপাদনে টানা মন্দা ভাব বজায় রয়েছে। এরই রেশ ধরে চলতি বছরও দেশটিতে তুলা উৎপাদন আগের বছরের তুলনায় সাড়ে ৪ শতাংশের বেশি কমতে পারে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল শেষে তুরস্কে সর্বমোট ৩৩ লাখ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৩৫ শতাংশ কম।
২০১৯ সালে দেশটিতে গত বছরের তুলনায় ৮ শতাংশ কমে মোট ৩৪ লাখ ৫০ হাজার বেল তুলা উৎপাদন হয়েছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে তুরস্কে তুলা উৎপাদন কমতে পারে ১ লাখ ৫০ হাজার বেল।
এদিকে চলতি বছর তুরস্ক থেকে আন্তর্জাতিক বাজারে সর্বমোট ৩ লাখ ২৫ হাজার বেল তুলা রফতানির পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ কম। গত বছর দেশটি থেকে মোট ৩ লাখ ৫০ হাজার বেল তুলা রফতানি হয়েছিল।
আনন্দবাজার/ইউএসএস