ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কে ৩ বছরেও কাটেনি তুলা উৎপাদনে মন্দাভাব

সর্বশেষ ২০১৭ সালে তুরস্কের তুলা উৎপাদন খাতে প্রবৃদ্ধি হয়েছিল। তারপর থেকে পণ্যটির উৎপাদনে টানা মন্দা ভাব বজায় রয়েছে। এরই রেশ ধরে চলতি বছরও দেশটিতে তুলা উৎপাদন আগের বছরের তুলনায় সাড়ে ৪ শতাংশের বেশি কমতে পারে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল শেষে তুরস্কে সর্বমোট ৩৩ লাখ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৩৫ শতাংশ কম।

২০১৯ সালে দেশটিতে গত বছরের তুলনায় ৮ শতাংশ কমে মোট ৩৪ লাখ ৫০ হাজার বেল তুলা উৎপাদন হয়েছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে তুরস্কে তুলা উৎপাদন কমতে পারে ১ লাখ ৫০ হাজার বেল।

এদিকে চলতি বছর তুরস্ক থেকে আন্তর্জাতিক বাজারে সর্বমোট ৩ লাখ ২৫ হাজার বেল তুলা রফতানির পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ কম। গত বছর দেশটি থেকে মোট ৩ লাখ ৫০ হাজার বেল তুলা রফতানি হয়েছিল।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন