উয়েফা ইউরোপা লিগের ২০১৯-২০ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। ব্রুনো ফার্নান্দেস ও এভার বানেগাকে পিছনে ফেলে ইউরোপা সেরা পুরস্কার জয় করেন এই বেলজিয়ান। এ নিয়ে চতুর্থবারের মত বর্ষসেরার এই পুরস্কার দিয়েছে উয়েফা।
গতকাল রাতে নিঁওনে আয়োজিত উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ২৭ বছর বয়সী লুকাকুকে বর্ষসেরা হিসেবে ঘোষণা দেয়া হয়। গেল বছর লুকাকুর বেলজিয়ান সতীর্থ এডেন হ্যাজার্ড এই পুরস্কার জয় করে ছিলেন।
গেল ইউরোপা লিগের নক আউট পর্বে ইন্টারের ছয়টি ম্যাচেই গোল করার কৃতিত্ব অর্জন করে লুকাকু। সব মিলিয়ে তিনি গোল করেছেন ৭টি এবং এসিস্ট করেছেন দুটিতে।
আনন্দবাজার/এম.কে