ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লিভারপুল শিবিরে ফের করোনার আঘাত

আবারো দুঃসংবাদ ইংলিশ ক্লাব লিভারপুল শিবিরে। রক্ষণভাগের খেলোয়াড় থিয়াগো আলকান্তারা পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্লাবটির আক্রমণভাগের অন্যতম সদস্য সাদিও মানে। বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন সেনেগালের এই ফরোয়ার্ড।

আজ শনিবার লিভারপুল ক্লাবের দেওয়া এক বিবৃতিতে মানের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, ২৮ বছর বয়সী সাদিও মানের শরীরে করোনার মৃদু উপসর্গ আছে। এর আগে গত মঙ্গলবার করোনা পজিটিভ আসে স্প্যানিশ মিডফিল্ডার আলকান্তারা। তিনিও আইসোলেশনে আছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগ অলরেডদের হয়ে চলতি মৌসুমে তিন গোল করেছেন মানে। করোনায় আক্রান্ত হওয়ায় আগামী রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে স্বাভাবিকভাবেই খেলতে পারবেন না তিনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন