ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘নতুন প্রযুক্তি ব্যবহারবান্ধব হতে হবে’

প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথেই অংশীজনদের সম্পৃক্ত করতে হবে, নতুন প্রযুক্তি ব্যবহারবান্ধব হতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার বিস্ফোরক পরিদফতরের অনলাইনে সেবা বাস্তবায়ন বিষয়ক কর্মশালার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথেই অংশীজনদের সম্পৃক্ত করতে হবে। নতুন প্রযুক্তি ব্যবহারবান্ধব হতে হবে। কেননা মানুষ পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করতে চায় না। অনলাইন সেবা, সময় ও অর্থের সাশ্রয়ের সাথে সাথে দুর্নীতিও লাঘব করবে।

অনলাইনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লাইসেন্স তৈরি ও নবায়ন করা গেলেও টাইম-লাইন সুস্পষ্ট করা হয়নি। এসময় পুরাতন ডাটা ও নথি ডিজিটালাইজড করার নির্দেশনাও প্রদান করেন তিনি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে এ টু আই প্রকল্পের পরিচালক আব্দুল মান্নান ও প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. মঞ্জরুল হাফিজ সংযুক্ত থেকে বক্তব্য দেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন