ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীর ৪ দফা

পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে জাতিসংঘে চার দফা প্রস্তাব তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রস্তাব পেশ করেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পরমাণু অস্ত্র নিরোধ করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত চার দফা হলো, পরমাণু অস্ত্র ফ্রি জোন প্রতিষ্ঠা, মানব কল্যাণে পরমাণু প্রযুক্তি ব্যবহার, সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছে পরমাণু অস্ত্র যেন কোনোভাবেই না যায়- সেই পদক্ষেপ গ্রহণ ও পরমাণু অস্ত্র নিরোধে জনসচেতনতা গড়ে তোলা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন