ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নৌকাডুবির ৭ দিন পর উদ্ধার ভাই-বোনের লাশ

নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ৭ দিন পর ভাই-বোনের গলিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গত ২৫ সেপ্টেম্বর বিকেলে রাজশাহীর পদ্মা নদীতে ১৫ জন যাত্রীসহ ডুবে যায় একটি নৌকা। তবে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী সূচনা ও তার ছোট ভাই।

জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে লাশ দুটি নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা ও রিমনকে দুই দিন খোজার পর আর পাওয়া না গেলে গত ২৭ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন