ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনকে ঠেকাতে ‘এশিয়ান ন্যাটো’ গঠন

এশিয়াতে চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা ‘এশিয়ান ন্যাটো’ নামে নতুন একটি সামরিক জোট গঠন করার জোরালো চেষ্টা চালাচ্ছে

মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে ইন্ডিয়ান টাইমস জানিয়েছে, মূলত কমিউনিস্ট পার্টি শাসিত চীনের সামরিক সক্ষমতা এবং আক্রমণাত্মক বৈদেশিক নীতির জন্য পশ্চিমারা এই জোট গঠন করতে যাচ্ছে।

আর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দেশগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা (স্যাটো) তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। এদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে চীনের আত্মপ্রকাশ এশিয়াতে তাদের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। আর এজন্যই ক্ষমতার ভারসাম্য আনতেই নতুন এই জোট গঠন করা প্রয়োজন বলে ইন্ডিয়ান টাইমসের খবরে বলা হয়।

এ বিষয়ে ন্যাটোর মহাসচিব জনস স্টোলেনবার্গ বলেছেন, এটা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে পরিবর্তন করতে পারবে এবং ন্যাটোকে আরও বৈশ্বিক হয়ে উঠতে সাহায্য করবে। ধারণা করা হচ্ছে,  যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে যে ধরনের প্রতিরক্ষা চুক্তি হয়েছে তারই আলোকে এশিয়ান ন্যাটো’র সূচনা হতে পারে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন