ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাগামহীনভাবে বাড়ছে সয়াবিন তেলের দাম

রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম দিন দিন বাড়তে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। এরইমধ্যে ঊর্ধ্বমুখী হয়েছে ভোজ্যতেলের বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম লিটারপ্রতি ৪-৫ টাকা করে বেড়েছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।

বাজার নিয়ে সরকারের কঠোর নজরদারি না থাকার কারণেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে বলে মনে করছেন সাধারণ ক্রেতাগণ।

এক সপ্তাহের ব্যবধানে কিছু কিছু ব্র্যান্ডের তেল এক লিটারের দাম ৪-৫ টাকা বেড়ে ১১৪-১১৫ টাকা হয়েছে। দুই লিটারের বোতলের দাম ২১৬ টাকা থেকে বেড়ে ২২৬ টাকায় পৌঁছেছে। আর পাঁচ লিটারের সয়াবিনের বোতলের নতুন দাম ৫৫০-৫৫৫ টাকা করা হয়েছে।

টাউনহল কাঁচাবাজার এলাকার ভাই ভাই স্টোরের বিক্রেতা মোবারক হোসেন বলেন, তার দোকানে নতুন দামের তেল এসেছে। প্রায় সব কোম্পানিই বোতলজাত সয়াবিন তেলে লিটার প্রতি পাঁচ টাকা বাড়িয়েছে। তিনি বলেন, রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের গায়ের মূল্য এখন ৫৫০ টাকা। এক মাস আগেও যেটা ৫২৫ টাকা ছিল।

লালমাটিয়া এলাকার বাসিন্দা নাসিমা আক্তার বলেন, তেলসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। সরকারের মনিটরিং ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে এ দাম বাড়ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, মিডিয়াতে যেগুলো নিয়ে লেখালিখি হয় কেবল সেগুলো নিয়েই সরকারের লোকেরা কিছুটা দৌঁড়ঝাপ দেয়। কিন্তু সরকারের দায়িত্ব হলো- কঠোর অবস্থান নিয়ে মনিটরিং করা। সেটা আমরা দেখছি না।

তেলের দামের বিষয়ে শিল্প গ্রুপটির মহাব্যবস্থাপক (জিএম) বিশ্বজিৎ সাহা বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে আমাদেরও বাড়াতে হয়েছে।

তবে সব কোম্পানির তরফ থেকে বাংলাদেশ ট্যারিফ কমিশনে আবেদন করে অনুমোদন নিয়ে তেলের দাম বাড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন