বৃহস্পতিবার তুরস্কের আইনপ্রণেতার উদ্দেশে দেয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলেন, জেরুজালেম আমাদের শহর। খবর : টাইমস অব ইসরায়েলের।
এরদোয়ান বলেন, প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা চোখের জলে এই শহর ছেড়েছি। সেখানে এখনও অটোমান প্রতিরোধের চিহ্ন পাওয়া যেতে পারে। এজনই জেরুজালেম আমাদের শহর। জেরুজালেমে আমাদের প্রথম কিবলা আল-আকসা ও ডোম অব দ্য রক আমাদের বিশ্বাসের প্রতীকী মসজিদ।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নিপীড়ন আচরণের মাধ্যমে জেরুজালেমের গোপনীয়তা উপেক্ষা করা হয়েছে। তিনি এ সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আনন্দবাজার/এম.কে