ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আমাজনের ২০ হাজার কর্মী করোনা পজিটিভ

মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রায় ২০ হাজার কর্মী। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, মার্চে মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত আমাজনের ১৯ হাজার ৮০০ কর্মীর করোনা পজেটিভ পাওয়া গেছে।

আমাজন আরও জানিয়েছে, আমাজনের যুক্তরাষ্ট্রে হোল ফুডস মার্কেট গ্রোসারি কর্মীসহ ১৩ লাখ ৭০ হাজার সম্মুখসারির কর্মী রয়েছেন। কিন্তু আশঙ্কার চেয়ে তাদের সংক্রমণের হার কমই।

জানা গেছে, সরবরাহ কেন্দ্রগুলোর কিছু কর্মী মহামারী থেকে তাদের নিরাপত্তা দিতে কোম্পানির অবহেলার পাশাপাশি আক্রান্ত কর্মীরা তাদের সহকর্মীদের বিষয়টি গোপন রাখার অভিযোগ করে। এরপরেই এই তথ্য প্রকাশ করে আমাজন।

৬৫০টি সাইটে একদিনে ৫০ হাজার কর্মীর টেস্টের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আমাজন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন