ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে বেশিরভাগ সবজির দাম

রাজধানীর বেশিরভাগ বাজারে বেড়েছে সবজির দাম। বর্তমানে কোন বাজারেই ৫০ টাকা কেজির নিচে মিলছে না সবজি। এছাড়া অধিকাংশ সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার কাছাকাছিতে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, টমেটো, শিম, গাজর, বেগুন ও বরবটি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাকা টমেটো গত কয়েক মাসের মতো বর্তমানেও ১২০ থেকে ১৪০ টাকা এবং গাজর ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিমের কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা দরে। দাম বেড়ে ১০০ টাকা স্পর্শ করা বরবটির কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়, যা আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা। এছাড়া ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুনের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকায়।

এদিকে এতটা না বাড়লেও বেশ কয়েকটি সবজির দাম চলে যাচ্ছে লাগামের বাইরে। গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পটলের দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা। কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৩০ থেকে ৩৫ টাকা। ঝিঙার দাম বেড়ে ৬০ থেকে ৭০ টাকা হয়েছে, যা ছিল ৪০ থেকে ৫০ টাকা। কাকরোল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা।

সদ্য বাজারে ওঠা প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়, তা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৫০ টাকার মধ্যে। গত সপ্তাহের মতো ৩০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে মুলা। পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়।

কারওয়ানবাজারের ব্যবসায়ী মিলন সরদার বলেন, শীতের আগাম সবজির দাম বাড়ায় গত সপ্তাহে কিছু সবজির দাম কমেছিল। কিন্তু কয়েকদিন ধরে বাজারে সবজি কম আসছে। এ কারণে দাম একটু বেড়েছে।

খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. আশিক বলেন, গত সপ্তাহে বরবটি ৮০ টাকা কেজিতে বিক্রি করেছি। কিন্তু আজ আড়তে দাম অনেক বেশি। ১০০ টাকার নিচে বিক্রি করার উপায় নেই। বরবটির মতো পটল, বেগুন, ঢেড়সসহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে। আড়তের কথাবার্তা শুনে মনে হচ্ছে সামনে সবজির দাম আরও বাড়তে পারে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন