ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনায় দেশকে এগিয়ে নিতে হবে’

স্বাধীন বাংলাদেশের উন্নয়নে ৪৯ বছর আগে বঙ্গবন্ধু প্রান্তিক পর্যায় থেকে উচ্চশিক্ষা বিস্তার পর্যন্ত যে স্বপ্ন দেখেছিলেন তাকে এগিয়ে নিতে হবে। বেসরকারি দি ইউনিভার্সিটি অব কুমিল্লায় বঙ্গবন্ধু ও শিক্ষা দর্শন বিষয়ে এক সেমিনারে এসব এ কথা বলেন বক্তারা।

সম্প্রতি রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠানটির রেজিষ্টার ভবনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এবং দি ইউনিভার্সিটি অব কুমিল্লার বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. আবদুল্লাহ শেখ মোহাম্মদ বায়েজীদ উল হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার মধ্য দিয়ে জেগে উঠেছিলো বীর বাঙালী। জাতির জনককে কারাগারে আটকের পরও বাংলার দামাল ছেলেদের দমানো যায়নি। আজ বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। আগামী দিনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তরুণ প্রজন্মকে স্বাধীনতার সুফল প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান ডক্টর বায়েজিদ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: জামিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গির হোসেন কামরুল।

এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার (একাডেমিক) অধ্যাপক আবু হানিফ এবং ভারপ্রাপ্ত রেজিষ্টার (প্রশাসন) মেহেদি হাসান রাসেল।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন