ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ টিয়াপাখির গালিগালাজে অতিষ্ঠ চিড়িয়াখানা কর্তৃপক্ষ

কোথায়, কখন কি কথা বলতে হবে এ জ্ঞান নেই। সকলের সামনে গালিগালাজ, নোংরা কথা ইত্যাদি ইত্যাদি নিয়ে বকবক করে তারা। পাঁচ বন্ধুকে নিয়ে নাজেহাল দশায় পড়েছেন অভিভাবকরা। অগত্যা তাদের প্রকৃত শিক্ষা দিতে ফের গুরুগৃহে পাঠিয়েছেন অভিভাবকরা। তাদের নিজের ছেলে মেয়েকে নিয়ে এমন বিড়ম্বনায় পড়তে হয়নি কখনও। বরং চিড়িয়াখানার পাঁচ টিয়াপাখির কার্যকলাপে অতিষ্ঠ কর্তৃপক্ষ।

ইংল্যান্ডের এক চিড়িয়াখানায় এমনই অবাক করা ঘটনা ঘটেছে। অভিযাগ ওঠেছে, পাঁচটি টিয়া পাখি নাকি কোনও লোকজন মানে না। দর্শকদের সামনেও অশ্রাব্য ভাষায় কথা বলে। তাই তাদের শোধরাতে পাঠানো হয়েছে নতুন জায়গায়।

খারাপ কথা সম্পূর্ণ ভুলিয়ে দিয়ে তাদেরকে ভাল কথা শেখানো হবে। যতদিন না এটা হচ্ছে ততদিন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাঁচ টিয়া আলাদা আলাদা থেকে কুকথা ভুলে ভদ্র, সভ্য করা হবে।

চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচটি টিয়া একসঙ্গে হলেই খারাপ ভাষায় কথা বলতে শুরু করে। এসব কথা শিশুদের সামনে বললে খারাপ প্রভাব পড়তে পারে। তাই তাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের পক্ষ থেকে জানায়, পাঁচটি আফ্রিকান টিয়াকে আপাতত চিড়িয়াখানার দর্শকদের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাঁচ টিয়াকে আলাদা আলাদা পাঁচ জনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পরে ফের তাদের দর্শকদের মুখোমুখি হতে দেওয়া হবে। পাঁচ টিয়ার নাম এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন