ন্যায্য ও যৌক্তিক দামে সারাবিশ্বে করোনাভাইরাসের টিকা সরবরাহ করবে বলে জানিয়েছে চীন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে টিকা উৎপাদনের কাজ চলছে। কে কী রকম দাম ধরবে তা অনিশ্চিত। কিন্তু চীনের ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট। আমরা ন্যায্য ও যৌক্তিক দামে বিশ্বে কোভিড-১৯ এর টিকা সরবরাহ করবো।
ইউরোপ ও আমেরিকার তুলনায় চীন টিকার মূল্য বেশি রাখবে এমন খবরের প্রেক্ষাপটে ওয়াং এ মন্তব্য করেন। এ খবরকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, চীন ইতোমধ্যে উন্নয়নশীল দেশগুলোকে সুলভ মূল্যে টিকা দেয়ার অঙ্গীকার করেছে। আমরা এ প্রতিশ্রুতি রক্ষা করবো।
আনন্দবাজার/ডব্লিউ এস