ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আকাশ পথে জ্বালানি নেয়ার সময় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আকাশে পথে অপর একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নেয়ার সময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনীর মেরিন ইউনিট। খবর: রয়টার্সের।

মার্কিন থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এক বিবৃতিতে বলা হয়, এফ-৩৫বি যুদ্ধবিমান বিদ্ধস্ত হয়েছে। তবে বিমানটির পাইলট সেখান থেকে বের হতে সমর্থ হন। তার এখন চিকিৎসা চলছে। এদিকে, জ্বালানিবাহী কেসি-১৩০জে মডেলেরের বিমানটির কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

মার্কিন মেরিন ইউনিটের পক্ষ থেকে বল হয়েছে, আনুমানিক ১৬০০ ফুট উপরে এফ-৩৫বি যুদ্ধবিমান জ্বালানি নেয়ার জন্য কেসি-১৩০জে মডেলের জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিমানের সংস্পর্শে আসে। হঠাৎ এফ-৩৫বি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

সকল যাত্রী নিয়ে নিরাপদে বিপদ আচ করতে পেরে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিমান থার্মাল বিমানবন্দরে ফিরে আসে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন মেরিন ইউনিট।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন