দোকানের লাইসেন্সের মেয়াদ না থাকায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলার জোড়পুকুর পাড়, হারিনাল বাজার এলাকায় একটি বেকারী এবং হোটেল এ অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তামান্না রহমান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একটি বেকারী এবং হোটেল এ অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীন আট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মাস্কবিহিন চলাচলের কারণে দুইজন কে দণ্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও হারিনাল বাজার এবং জোড়পুকুর পার বাজার পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভিতরে মুরগি এবং গরুর মাংসের বাজারে মূল্যতালিকা যথাযথ ভাবে পাওয়া যায়। গরু, খাসি, মহিষ এর মাংস বিক্রয় এর সময় যাতে আলাদা ভাবে চিহ্নিত থাকে সে ব্যাপারে মাংস বিক্রেতাদের সতর্ক করা হয়।
অপরদিকে, গাজীপুর মহানগরের বোর্ড বাজার ও গাছা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি), টংগী রাজস্ব সার্কেল সাব্বির আহমেদ।
এসময় মেয়াদউত্তীর্ণ লাইসেন্সে হোটেল পরিচালনা করার অপরাধে রাধুনী হোটেল এন্ড রেস্তোরাকে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ৭ ও ১২ ধারায় বর্ণিত বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ১৯ ধারায় পাচঁ হাজার টাকা জরিমানা করা হয় এবং যথাযথভাবে লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেয়া হয়। আদালত পরিচালনায় সাথে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর এবং আনসার বাহিনীর সদস্য গণ।
আনন্দবাজার/শাহী/মিলন