শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চরম হুমকিতে রাশিয়ার কয়লা খাত

মহামারি নভেল করোনাভাইরাসের থাবায় চরম হুমকির মুখে পড়েছে রাশিয়ার কয়লা খাত। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) রাশিয়ার কয়লা খাতে পণ্যটির উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কমে ২৬ কোটি টনের নিচে নেমে এসেছে। এর প্রভাব পড়তে যাচ্ছে ২০২০ সালে রাশিয়ার সামগ্রিক কয়লা উত্তোলনেও।

মহামারি করোনা ভাইরাসের জের ধরে চলতি বছর দেশটির খনিগুলো থেকে জ্বালানি পণ্যটির সম্মিলিত বার্ষিক উত্তোলন সাড়ে ১০ শতাংশ কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও উত্তোলন খাতে বিদ্যমান মন্দা ভাব রাশিয়া থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমাতে পারেনি। গত আগস্টে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

জ্বালানি পণ্য কয়লা রফতানির বৈশ্বিক তালিকায় তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটি এককভাবে কয়লার মোট বৈশ্বিক রফতানি বাণিজ্যের ১৩ দশমিক ৫ শতাংশ জোগান দেয়।

রাশিয়ার সেন্ট্রাল ডিসপ্যাচিং ডিপার্টমেন্ট অব ফুয়েল এনার্জি কমপ্লেক্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে রাশিয়ার খনিগুলো থেকে সর্বমোট ২৫ কোটি ৯১ লাখ টন কয়লা উত্তোলন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ৯ দশমিক ২ শতাংশ।

তবে বছরের প্রথম আট মাসে কমলেও গত আগস্টে রাশিয়ার কয়লা উত্তোলন খাতে প্রবৃদ্ধি বজায় ছিল। এ সময় দেশটির খনিগুলো থেকে সর্বমোট ৩ কোটি ৬৩ লাখ টন কয়লা উত্তোলন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  রফতানি কমছে চীনের

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন