আফগানিস্তানের দায়কুন্দি প্রদেশের একটি সড়কে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নাসরুল্লাহ ঘোরি ওই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রদেশটির কিজরান জেলার একটি মিনিবাস সড়কের পাশে পুঁতে রাখা ওই স্থলমাইনে আঘাত করলে ওই ব্যক্তিরা নিহত হয়েছে। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে সাতজন নারী এবং পাঁচজন শিশুও রয়েছে। এছাড়াও আর তিনজন গুরুত্বর আহত হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হতাহতের ঘটনার দায় তালেবানদের ওপর চাপিয়ে দিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, তালেবানই প্রাণঘাতী ওই বিস্ফোরক পুঁতে রেখেছিল। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি তালেবান।
গত ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় আফগান সরাকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনা শুরু হওয়ার পরই আফগানিস্তানে সহিংসতা বেড়েছে।
দেশটির একটি স্বাধীন মানবাধিকার সংস্থা জানায়, সরাকার ও তালেবানের আলোচনার শুরুর এক সপ্তাহের মধ্যে অন্তত ১১টি সহিংসতার ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় ১৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
আনন্দবাজার/এম.কে