ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিশু শিক্ষার্থীদের বিষপ্রয়োগের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

চীনের জিয়াজুও শহরের একটি কিন্ডারগার্টেনের ২৫ জন শিশু শিক্ষার্থীকে বিষপ্রয়োগ এবং এক শিক্ষার্থীকে হত্যার দায়ে ওয়াং ইউন নামের একজন শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। আজ মঙ্গলবার জিয়াজুওয়ের আদালত এই রায় ঘোষণা করে। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, গত বছরের ২৭ মার্চ চীনের জিয়াজুও শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলে এই বিষপ্রয়োগের ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষক ওয়াং ইউন স্কুলের শিশুদের সকালের নাস্তার সঙ্গে বিষ মিশিয়ে দেয়। এর পরপরই ওই শিশুদেরকে হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।

জিয়াজুওয়ের আদালত জানা, ওয়াং ইউন শিক্ষার্থীদের সকালের নাস্তার সঙ্গে সোডিয়াম নাইট্রাইট মিশিয়ে দেয়। শিক্ষার্থী ব্যবস্থাপনা নিয়ে সহকর্মীর সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে এই জগন্য কাজ করেন তিনি। প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের দায়ে ওয়াং ইউনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে আদালতের রায়ে বলা হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন