ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে কাঁচামরিচের দাম আরও ২০ টাকা কমলো

দিনাজপুরের হিলিতে পাইকারি বাজারে আমদানি করা কাঁচামরিচের দাম আরেক দফায় কমেছে। বর্তমানে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ সর্বনিম্ন কেজিতে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

আগের দিন হিলির পাইকারি আড়তগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ মানভেদে ৮০-৮৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। রবিবারও আমদানি করা এসব কাঁচামরিচ কেজিপ্রতি ১০০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে একদিনের ব্যবধানে প্রতি কেজি আমদানি করা কাঁচামরিচের দাম কমেছে ১৫-২০ টাকা।

শুক্রবার হিলির পাইকারি বাজারে আমদানি করা কাঁচামরিচ কেজিপ্রতি ১৩০ টাকায় বিক্রি হয়েছিল। দফায় দফায় পণ্যটির দরপতনের পেছনে পর্যাপ্ত আমদানির বিপরীতে বেচাকেনায় মন্দা ভাবকে চিহ্নিত করেন আমদানিকারকরা।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক ফজলুর করিম বলেন, এ মৌসুমে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচামরিচের আমদানি নির্ভরতা বেড়েছে। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত কাঁচামরিচ ক্ষেতও তলিয়ে গেছে।

এর কারণে বাজারে সরবরাহ করা সম্ভব হয়নি। উৎপাদন ও সরবরাহে এ বিঘ্নতা কাঁচামরিচের দাম বাড়িয়ে দিলে ভারত থেকে আমদানি বাড়িয়ে পণ্যটির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হয়।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন