ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মার্চে টাইগারদের নিউজিল্যান্ড সফর

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী বছরের মার্চে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আজ মঙ্গলবার আগামী গ্রীষ্মের ক্রিকেট সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। যেখানে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সফর সূচি জানানো হয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী বছরের ১৩ মার্চ। এবং পরের দুটি ওয়ানডে হবে ১৭ ও ২০ মার্চ। যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে খেলাগুলো হবে।

এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ মার্চ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২৬ ও ২৮ মার্চ। যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে খেলাগুলো হবে।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হয়। তখন সফর শেষ না করেই দেশে ফিরেছিলেন টাইগাররা। এক বছর বিরতিতে আবারও মার্চে কিউই সফর করবে বাংলাদেশ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন